[vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” column_border_width=”none” column_border_style=”solid” bg_image_animation=”none”][vc_column_text][/vc_column_text][vc_column_text]

হিসাবীর সাহায্যে এগিয়ে যাচ্ছেন ৬০ হাজারেরও বেশী মুদি দোকানদার, সারাদেশ জুড়ে। প্রতিদিনের বিক্রির হিসাব, বাকির খাতা, খরচের খাতা ইত্যাদি সবকিছু ডিজিটালি হিসাবী অ্যাপ থেকে পরিচালনা করে বিক্রেতাদের যেমন সময় বেচে যাচ্ছে অনেক, তেমনি বিক্রিও বাড়ছে বহুগুণে।

কিভাবে মুদি দোকানীদের সাহায্য করছে হিসাবী বিজনেস ম্যানেজার?

হিসাবী বিজনেস ম্যানেজার দোকান ও ব্যবসাকে ডিজিটালাইজ করার একটি পুর্নাঙ্গ সল্যুশন। ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সবকিছুই রয়েছে এই অ্যাপে। হিসাবী ব্যবহারকারী অন্যান্য মুদি দোকানদাররা যেই ফিচারগুলো অত্যাধিক ব্যবহার করে থাকেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বেচা-বিক্রির খাতা, প্রোডাক্ট লিস্ট, বাকির খাতা, খরচের খাতা এবং ব্যবসার সার্বিক অবস্থা।

✅ প্রোডাক্ট লিস্ট

প্রোডাক্ট লিস্ট বা পণ্যের তালিকা হিসাবী বিজনেস ম্যানেজার এর একটি গুরুত্বপুর্ন ফিচার। এটি একটি উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফিচার যা নির্বিঘ্নে আপনার সকল পণ্যের হিসাব এবং বিস্তারিত পরিচালনা করবে আপনার ব্যবসা পরিচালনাকে সহজ করবে।

সুবিধাসমুহঃ

  • সব পণ্যের হিসাব স্বয়ংক্রিয় ভাবে থাকবে প্রতিটি বিক্রির সাথে।
  • যেকোনো মুহুর্তে যেকোনো পণ্যের মজুদ কিংবা অন্যান্য ইতিহাস জানা যাবে সেকেন্ডেই।
  • পর্যাপ্ত ডিটেইলস সহ সকল পন্যের হিসাব রাখা যাবে।
  • অনলাইন শপে বিক্রি করলেও প্রোডাক্ট লিস্টে পণ্যের সংখ্যা অটোমেটিক আপডেট হয়ে যাবে।
  • বারকোড স্ক্যান করে সহজেই পণ্য খুজে বের করতে পারবেন।

✅ বাকির খাতা –

বাকির খাতা হল একটি ফিচার যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে পাওনার হিসাব ডিজিটালি রাখতে সাহায্য করে। কাস্টমারের নাম, ফোন নাম্বার, এবং ছবি সেভ করে রাখতে পারেন। হিসাবী এই ফিচার ব্যবহারকারি কে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন দিয়ে পাওনা টাকা কালেক্ট করার কথা মনে করিয়ে দিবে।

সুবিধাসমূহ:

  • সহজেই ট্র্যাক রাখা যাবে কোন কাস্টমার কোন পন্যটি বাকিতে নিয়েছে।
  • বাকির সম্পুর্ন ইতিহাস দেখা যাবে।
  • ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে বাকির টাকা নেয়া যাবে।
  • কাস্টমারকে বাকির এলার্ট পাঠানো যাবে এসএমএস কিংবা ফোন দিয়ে।

✅ খরচের খাতা 

খরচের খাতা অত্যান্ত প্রয়োজনীয় খাতা যা আপনার সবসময় মেইনটেইন করতে হয়। একাধিক খাতায় খরচের হিসাব না রেখে সকল খরচের হিসাব রাখতে পারবেন এক হিসাবী অ্যাপ থেকেই।

সুবিধাসমূহ:

  • সকল খরচের হিসাব ম্যানেজ করা যাবে একই স্ক্রিনে সহজেই রিপোর্ট বের করা যাবে প্রতিটি খরচের, ক্যাটাগরি সহ
  • কর্মচারীর বেতন, নতুন পণ্য মজুদ এর বিল সহ অন্যান্য খরচের ট্র্যাক রাখা যাবে সহজে
  • লাভ-ক্ষতির গ্রাফ রিপোর্ট বের করা যাবে সহজেই
  • কোথায় কখন বাড়তি খরচ হলো সহজেই খুজে বের করা যাবে

✅ ব্যবসার সার্বিক অবস্থা

ব্যবসার সার্বিক অবস্থা হলো ব্যবসার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টের জন্য একটি সম্পুর্ন অটোমেটেড সমাধান। হিসাবী অ্যাপের এই ফিচারের সাহায্যে আপনি বছর, মাস, সপ্তাহ এমনকি যেকোনো দিনের রিয়েল-টাইম আপডেট রিপোর্ট পেতে পারবেন মুহূর্তেই।

  • ব্যবসার সকল কিছুর অটোম্যাটিক রিপোর্ট পাবেন একই স্ক্রিনে।
  • সহজেই দেখতে পারবেন ব্যবসার ক্যাশ ফ্লো, লাভ-ক্ষতি, ইনকাম, খরচ এবং পণ্যের হিসাব
  • দিন, সপ্তাহ, মাস, বছর অনুযায়ী ফিল্টার করা যাবে সকল রিপোর্ট।
  • এক নজরে দেখে নেয়া যাবে পুরো ব্যবসার অবস্থা।
  • ব্যবসার রিপোর্ট এবং বিশ্লেষণ এর একুরেট তথ্য পাবেন
[/vc_column_text][vc_raw_html][/vc_raw_html][/vc_column][/vc_row]
Sabir Hossain

About Sabir Hossain