How can we help?

কিভাবে হিসাবী ব্যবহার করে ব্যবসার হিসাব মেলাবেন?

ব্যবসার জন্য একাধিক খাতা মেইন্টেইন করতে হিমশিম খাচ্ছেন? 😵‍

মজুদ, বেচা-কেনা, বাকি-খরচ, এবং কাস্টমার ও সাপ্লাইয়ার অনুযায়ী হিসাব অটোমেটিক কিভাবে মিলাবেন? 

হিসাবী অ্যাপটি খুলুন 📱। নিজেই প্রোডাক্ট যুক্ত করুন এবং তা বিক্রি করে হিসাব মিলিয়ে দেখুন সব হিসাব মিলছে কিনা।

✅ প্রোডাক্ট লিস্ট – প্রোডাক্ট লিস্টে যান ➡️ প্রোডাক্ট যুক্ত করুন ➡️ প্রোডাক্টের তথ্য দিয়ে প্রোডাক্ট অ্যাড করুন।

✅ কেনা – কেনাতে যান ➡️ যে পন্যটি কিনবেন সেটি সিলেক্ট করুন ➡️ প্রোডাক্টের পরিমান দিয়ে পেমেন্ট কনফার্ম করুন ➡️ নগদ টাকা দিয়ে অথবা বাকিতে কিনুন। কেনার কারনে অটোম্যাটিক স্টক বেড়ে গেলো। 

✅ বেচা – বেচাতে যান ➡️ প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট সিলেক্ট করুন ➡️ প্রোডাক্ট পরিমান দিয়ে পেমেন্ট কনফার্ম করুন ➡️ আপনি নগদ টাকা দিয়ে অথবা বাকিতে বেচুন। বেচার কারনে অটোমেটিক স্টক কমে গেলো।

✅ বাকির খাতা –  বাকিতে যাই কিনেন অথবা বেচেন সব দেখতে পাবেন বাকির খাতায়

✅ খরচের খাতা – খরচের খাত যুক্ত করুন ➡️ খরচের পরিমান এবং কারন দিয়ে সেভ করুন

হিসাবীর সকল ট্রেনিং ভিডিও দেখুন, ব্যবসার হিসাব মেলান।

EN