How can we help?

What is Purchase? How and Why should you use it?


'কেনা' ফিচারঃ

'কেনা' ফিচারটির বৈশিষ্ট্য হল পণ্য স্টক ট্র্যাকার বিশেষ করে SME খুচরা বিক্রেতাদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি পাইকারি ক্রয় এবং মজুদ ট্র্যাক রাখার সবচেয়ে কার্যকর উপায় প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ব্যবসার মালিকদের স্টক ব্যবস্থাপনা সংক্রান্ত লেনদেনের ইতিহাস রাখতে সহায়তা করে।


সুবিধা:

✅ "দ্রুত বিক্রি" তে খুব দ্রুত পণ্যের নাম ও মুল্য লিখে হিসাব তুলে রাখতে পারবেন।
✅ বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রির হিসাব রাখা যাবে।
✅ প্রোডাক্ট লিস্ট থেকে সহজেই পণ্য সিলেক্ট করে নেয়া যাবে।
✅ মজুদ সংখ্যা অটোমেটিক আপডেট হবে।
✅ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করা যাবে।
✅ লাভ-লোকসান অটোমেটিক মাপা যাবে।


'কেনা' ফিচারটি কিভাবে ব্যবহার করবেনঃ

  1. এখানে পন্য সার্চ করুন। আপনার পছন্দ মতো ক্যাটাগরি ফিল্টার করতে পারেন পাশের 'ফিল্টার' অপশন থেকে। অথবা ডানের স্ক্যান অপশনে ক্লিক করে পন্যের বারকোড স্ক্যান করেও পন্য সিলেক্ট করতে পারেন।
  2. এখানে আপনার সিলেক্টেড পন্য গুলোর লিস্ট পাবেন।
  3. কতগুলো পন্য আপনি কেনার জন্য সিলেক্ট করেছেন তা দেখতে পাবেন এখানে।
  4. পন্য গুলো কিনতে এখানে ক্লিক করুন।

BN