How can we help?

What is Digital Payment Collection? How and Why should you use it?


ডিজিটাল পেমেন্টঃ

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট সংগ্রহের জন্য এখন আর আলাদা পস মেশিন সিস্টেমের প্রয়োজন নেই। হিসাবী বিজনেস ম্যানেজার একটি সুরক্ষিত পোর্টাল সরবরাহ করে যেখানে গ্রাহকরা কার্ড, মোবাইল ব্যাংকিং বা বিকাশ, নগদ সহ যেকোনো মাধ্যম এর ডিজিটাল পেমেন্ট সংগ্রহ করতে পারেন মুহুর্তেই। এভাবে দেশের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় পেমেন্ট নিয়ে পণ্য বিক্রি করা সম্ভব হবে।


সুবিধা:

✅ কোনো কাস্টমার ডিজিটালি পেমেন্ট করতে চাইলে সহজেই পেমেন্ট নেয়া যাবে, এভাবে বিক্রিও বৃদ্ধি পাবে।
✅ সাশ্রয়ী চার্জ এবং খুবই দ্রুত পেমেন্ট
✅ সুরক্ষিত এবুং নিরাপদ পেমেন্ট
✅ কাস্টমার এর সাথে দেখা হওয়া ছাড়াই ঘরে বসে নিন পেমেন্ট
✅ কাস্টমার পেমেন্ট করার সাথে সাথেই হিসাবী ডিজিটাল ব্যালেন্সে আপনার পেমেন্ট যুক্ত হয়ে যাবে


কিভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করবেন? (যদি কাস্টমার মূল্য ঠিক করে)

  1. ডিজিটাল পেমেন্টে গেলে প্রথমেই পাবেন আপনার পেমেন্ট কালেকশনের ইউনিক লিংক
  2. আপনি শেয়ার বাটনে ক্লিক করে যেকোনো মাধ্যমে কাস্টমারকে লিংকটি পাঠাতে পারবেন যেমন ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ইমেইল ইত্যাদি
  3. কাস্টমার লিংকে প্রবেশ করে টাকার পরিমাণ সহ তার নাম, ফোন নাম্বার, ইমেইল এবং ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করবে
  4. কাস্টমার খুব সহজেই ডেবিট/ক্রেডিট কার্ড যেমন ভিসা, অ্যামেরিকান এক্সপ্রেস অথবা মাস্টারকার্ড থেকে পে করতে পারবে, এছাড়াও যেকোনো ডিজিটাল ওয়ালেট যেমন বিকাশ, নগদ, রকেটসহ সব মাধ্যম থেকেই পেমেন্ট করতে পারবে
  5. শেয়ার বাটনের নিচে সকল এক্টিভ লিংকের লিস্ট ও পেমেন্ট এর আপডেট দেখতে পারবেন
  6. কাস্টমার পেমেন্ট সম্পন্ন করলেই আপনি এক্টিভ লিংকের স্ট্যাটাসে "পরিশোধিত" মার্ক দেখতে পাবেন, যা আপনার হিসাবী ডিজিটাল ব্যালেন্সে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে


কিভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করবেন? (যদি আপনি মূল্য ঠিক করে দেন)

  1. একদম উপরে ডান পাশে “নিউ লিংক” বাটনে প্রেস করলে কাস্টম পেমেন্ট লিংক তৈরীর সুবিধা পাবেন, এখান থেকে যেকোনো পেমেন্ট এমাউন্ট ফিক্স করে দিয়ে সেই এমাউন্ট এর ইউনিক লিংক তৈরী করে একই ভাবে কাস্টমারকে পাঠাতে পারবেন
  2. কাস্টমার লিংকে প্রবেশ করলে টাকার পরিমাণ দেখতে পাবে, তখন কেবল নাম, ফোন নাম্বার, ইমেইল এবং ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করবে
  3. কাস্টমার খুব সহজেই ডেবিট/ক্রেডিট কার্ড যেমন ভিসা, অ্যামেরিকান এক্সপ্রেস অথবা মাস্টারকার্ড থেকে পে করতে পারবে, এছাড়াও যেকোনো ডিজিটাল ওয়ালেট যেমন বিকাশ, নগদ, রকেটসহ সব মাধ্যম থেকেই পেমেন্ট করতে পারবে
  4. শেয়ার বাটনের নিচে সকল এক্টিভ লিংকের লিস্ট ও পেমেন্ট এর আপডেট দেখতে পারবেন
  5. কাস্টমার পেমেন্ট সম্পন্ন করলেই আপনি এক্টিভ লিংকের স্ট্যাটাসে "পরিশোধিত" মার্ক দেখতে পাবেন, যা আপনার হিসাবী ডিজিটাল ব্যালেন্সে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে

দ্রষ্টব্য: পণ্য হস্তান্তর করার আগে, দয়া করে নিশ্চিত করুন যে পেমেন্টের অবস্থা নিশ্চিত করা হয়েছে, আপনি এই লেনদেনের কনফারমেশন হিসাবী ডিজিটাল ব্যালেন্স ইতিহাসে দেখতে পারবেন।

BN