How can we help?

What is Due List? How and Why should you use it?


বাকির খাতাঃ

বাকির খাতা হল একটি ফিচার যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে পাওনার হিসাব ডিজিটালি রাখতে সাহায্য করে। পাওনা টাকার ট্র্যাক রাখা এখন খুবই সহজ পাওনা লিস্টের সাহায্যে। কাস্টমারের নাম, ফোন নাম্বার, এবং ছবি সেভ করে রাখতে পারেন। হিসাবী এই ফিচার ব্যবহারকারি কে নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন দিয়ে পাওনা টাকা কালেক্ট করার কথা মনে করিয়ে দিবে।


সুবিধা:

✅ সহজেই ট্র্যাক রাখা যাবে কোন কাস্টমার কোন পন্যটি বাকিতে নিয়েছে
✅ বাকির সম্পুর্ন ইতিহাস দেখা যাবে
✅ ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে বাকির টাকা নেয়া যাবে
✅ কাস্টমারকে বাকির এলার্ট পাঠানো যাবে এসএমএস কিংবা ফোন দিয়ে


কিভাবে বাকির খাতা ব্যবহার করবেন?

  1. এখানে টোটাল কত টাকা পাবেন এবং কত টাকা আপনার কাছে কেউ পাবে সেই হিসাব দেখতে পাবেন। এবং বাকির ইতিহাসও দেখা যাবে।
  2. সার্চ অপশন থেকে বাকির লিস্ট সার্চ কর।
  3. সাম্প্রতিক লেনাদেনার হিসাব গুলো এখানে দেখতে পাবেন।
  4. নতুন বাকির হিসাব এন্ট্রি করতে এখানে ক্লিক করুন।

BN