How can we help?

What is Expenses? How and Why should you use it?


খরচের খাতাঃ

খরচের খাতা অত্যান্ত প্রয়োজনীয় খাতা যা আপনার সবসময় মেইনটেইন করতে হয়। একাধিক খাতায় খরচের হিসাব না রেখে সকল খরচের হিসাব রাখতে পারবেন এক হিসাবী অ্যাপ থেকেই। খরচের খাতাটি খুচরা বিক্রেতাদের কর্মচারী বেতন, ইনভেন্টরির খরচ, ভাড়া, ইউটিলিটি ইত্যাদি খরচের ট্র্যাক করতে সাহায্য করে এবং একই সাথে হিসাবীর খরচের খাতাটি ব্যাবসার সার্বিক অবস্থা ফিচারের সাথে সমন্বিত, যা আপনার লাভ এবং ক্ষতির হিসাব করতে সাহায্য করে।


সুবিধা:

✅ সকল খরচের হিসাব ম্যানেজ করা যাবে একই স্ক্রিনে
✅ দ্রুত এবং সহজেই রিপোর্ট বের করা যাবে প্রতিটি খরচের, ক্যাটাগরি সহ
✅ কর্মচারীর বেতন, নতুন পণ্য মজুদ এর বিল সহ অন্যান্য খরচের ট্র্যাক রাখা যাবে সহজে
✅ লাভ-ক্ষতির গ্রাফ রিপোর্ট বের করা যাবে সহজেই
✅ কোথায় কখন বাড়তি খরচ হলো সহজেই খুজে বের করা যাবে


কিভাবে ব্যবহার করবেন খরচের খাতা?

  1. আপনার সম্পুর্ন খরচের হিসাব এখানে দেখুন। এছাড়াও বিভিন্ন খাতে কত পার্সেন্ট খরচ হয়েছে এটাও দেখতে পাবেন নিচের বক্স গুলো তে।
  2. খরচের নতুন খাত যুক্ত করুন।
  3. আপনার খরচের সকল খাত গুলো এখানে পাবেন।

BN