খরচের হিসাব

ক্লাস বাই ক্লাস ভিত্তিতে খরচের হিসাব এবং অন্যান্য বিভাগীয় খরচের হিসাব রাখুন হিসাবী অ্যাপ এ।

বেতন ট্র্যাক

হিসাবীতে বাকির খাতা ফিচারটি আপনার শিক্ষা-প্রতিষ্ঠান এর প্রতিটি ছাত্রের বেতন ট্র্যাক ডিজিটালি রাখতে সাহায্য করে।

এসএমএস সার্ভিস

হিসাবীর এসএমএস ফিচার এর মাধ্যমে উপস্থিত ও অনুপস্থিত বার্তা দেওয়ার জন্য শিক্ষার্থীর পিতামাতার কাছে এসএমএস পাঠাতে পারবেন।

“হিসাবী অ্যাপ দিয়ে আমি আমার স্কুলের এর ছাত্রদের বেতন ট্র্যাক রাখতে পারি সহজে।”

অশোক কুমারখুলনা

হিসাবী অ্যাপ ভিজিট করুন

ভিজিট করুন