How can we help?

"বিক্রি করুন" কী? কেন ও কীভাবে এই ফিচারটি ব্যবহার করবেন?


বিক্রি করুনঃ

 বিক্রি করুন অপশনটি হল POS সিস্টেম বা পয়েন্ট অফ সেল, বিশেষ করে SME বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ডিজাইন করা বিক্রি সম্পন্ন করার একটি ডিজিটাল ফিচার। এটি ব্যবসার মালিকদের ক্যাশ কালেক্ট এর হিসাব রাখতে দেয়, ডিজিটাল পেমেন্ট সংগ্রহ করতে দেয় এবং সম্ভাব্য সকল পেমেন্ট হিসাব এর অপশন সহ ডিজিটাল রিসিপ্ট তৈরীর সুবিধা দেয়।


সুবিধা:

✅ "দ্রুত বিক্রি" তে খুব দ্রুত পণ্যের নাম ও মুল্য লিখে হিসাব তুলে রাখতে পারবেন।
✅ বারকোড স্ক্যান করে দ্রুত বিক্রির হিসাব রাখা যাবে
✅ প্রোডাক্ট লিস্ট থেকে সহজেই পণ্য সিলেক্ট করে নেয়া যাবে।
✅ মজুদ সংখ্যা অটোমেটিক আপডেট হবে।
✅ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফিল্টার করা যাবে।


কিভাবে ব্যবহার করবেন?


দ্রুত বিক্রি

  1. দ্রুত বিক্রির তথ্য এন্ট্রি করতে এখানে ক্লিক করুন।
  2. প্রোডাক্ট লিস্ট থেকে প্রোডাক্ট যুক্ত করুন।
  3. আজকের তারিখ।
  4. পন্যের ছবি অথবা পন্যের রিসিপ্ট যুক্ত করতে ক্লিক করুন।
  5. ভালো ভাবে ট্র্যাক রাখার জন্য এই বেসিক তথ্য গুলো ফিলাপ করুন।
  6. এন্ট্রি সম্পন্ন করতে এখানে ক্লিক করুন।
  7. এই বাটনটি অন করে দিলে কাস্টমারের কাছে অটোমেটিক এসএমএস নোটিফিকেশন চলে যাবে।

Sell from Product List

  1. দ্রুত বিক্রির তথ্য এন্ট্রি করতে এখানে ক্লিক করুন।
  2. প্রোডাক্ট লিস্ট থেকে প্রোডাক্ট যুক্ত করুন।
  3. নাম লিখে পন্য খুজে বের করুন। ফিল্টার অপশনটি ব্যবহার করে পন্যের ক্যাটাগরি অনুযায়ী খুজতে পারেন। এছাড়াও ডান পাশের স্ক্যান বাটনে ক্লিক করে পন্যের বারকোড স্ক্যান করেও পন্য সিলেক্ট করতে পারেন।
  4. এখান থেকে পন্য সিলেক্ট করুন।
  5. আপনার চাহিদামাফিক পন্য যদি খুজে না পান তাহলে এখানে ক্লিক করে পন্যটি এড করে নিতে পারেন।
  6. পন্য গুলো সিলেক্ট করে ফেলার পর এখানে ক্লিক করুন।

BN