How can we help?

"এসএমএস মার্কেটিং" ফিচারটি কি? কেন এবং কিভাবে ব্যবহার করবেন এটি?

হিসাবী এসএমএস মার্কেটিং ফিচারটির মাধ্যমে আপনি কাস্টমার, কর্মচারী কিংবা সাপ্লায়ার কে এসএমএস পাঠাতে পারবেন একই স্ক্রিন থেকে। অ্যাপ থেকেই আপনি বিভিন্ন মূল্যের এসএমএস প্যাকেজ কিনতে পারবেন। কাস্টমার বাকির তাগাদা মেসেজ পাঠাতে পারবেন এখান থেকেই।

কেন আপনি এসএমএস মার্কেটিং ব্যবহার করবেন?

কাস্টমার, কর্মচারী কিংবা সাপ্লায়ার দের একই স্ক্রিন থেকে সহজেই এসএমএস পাঠানোর জন্যেই এই ফিচারটি। যা যা সুবিধা পাচ্ছেন এই ফিচারটি থেকেঃ

✅ কাস্টমার অনুযায়ী তাদের বাকির পরিমাণ সহ, পরিশোধ এর জন্য তাগাদা মেসেজ পাঠাতে পারবেন
✅ অ্যাপ থেকে খুব সহজেই এসএমএস পাঠান যে কাউকে, যেকোন সময়ে
✅ অ্যাপ থেকেই বিভিন্ন মূল্যের এসএমএস বান্ডেল কিনতে পারবেন
✅ প্রতি মাসে ৩০টি করে ফ্রি এসএমএস পাঠাতে পারবেন, যে কাউকে
✅ একই সাথে, এক ক্লিকেই অনেকজনকে এসএমএস পাঠাতে পারবেন

কিভাবে ব্যবহার করবেন হিসাবী এসএমএস মার্কেটিং

  1. যেই নাম্বারে এসএমএস পাঠাতে চান সেই নাম্বার টি লিখুন।
  2. কাস্টমার, কর্মচারী বা সাপ্লায়ার হিসেবে ক্যাটাগরি করতে পারেন।
  3. ফোনবুক থেকে ফোন নাম্বার নিয়ে আসুন।
  4. আপনার এসএমএস টি লিখুন।
  5. এসএমএস পাঠাতে এখানে ক্লিক করুন।
  6. আপনার কতটি এসএমএস অবশিষ্ট আছে তা দেখুন এবং নতুন এসএমএস কিনতে এখানে ক্লিক করুন।
BN