How can we help?

হিসাবী বেচা বিক্রির খাতা কি? কিভাবে এবং কেন ব্যবহার করবেন এই ফিচারটি?


বেচা-বিক্রির খাতাঃ

বেচা-বিক্রিত খাতা খুবই দরকারী একটি ফিচার যা যেকোনো ব্যবসার প্রতিদিনের বেচা বিক্রির হিসাব রাখতে ব্যবহার করা যায়। ব্যবসার দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক বেচা-বিক্রির হিসাব দেখতে পাবেন এই ফিচারে। বেচা-বিক্রির অবস্থা তুলনা করতে এবং লেনদেন পরিবর্তন করতে পারবেন। ব্যবসার মালিক রা ব্যবসার সকল হিসাব নিকাশের ট্র্যাক রাখতে পারবেন এবং স্টক মেইনটেইন করতে পারবে এই ফিচারের মাধ্যমে। 


সুবিধা:

✅ যেকোনো দিন কিংবা সময়ের বিক্রির ইতিহাস দেখা যাবে এক ক্লিকে।
✅ দিন, সপ্তাহ, মাস, বছর অনুযায়ী বিক্রির তালিকা ফিল্টার এবং এডিট করা যাবে।
✅ লাইফটাইম ক্লাউড ব্যাকাপ হিসেবে সুরক্ষিত ও নিরাপদ থাকবে প্রতিটি বিক্রির নির্ভুল হিসাব।
✅ কোন স্টাফ বিক্রি করলো কিংবা কোন কাস্টমার কিনলো তার পুর্নাঙ্গ হিসাব থাকবে প্রতিটি বিক্রির সাথে।
✅ যেকোন লেনদেন এডিট, পন্য ফেরত বা পরিবর্তন করে দেয়া ইত্যাদি সব মেইনটেইন করা যাবে এই এক জায়গা থেকে।


কিভাবে ব্যবহার করবেন বেচা-বিক্রির খাতাঃ

  1. বাম/ডানের বাটনে ক্লিক করে বেচা-কেনার হিসাব দেখতে পাবেন। এছাড়াও দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক হিসাব দেখতে ক্লিক করুন।
  2. আপনার বিক্রির পুরো হিসাবের তালিকা এটি। তালিকা থেকে যেকোনো একটি কেনার হিসাবে ক্লিক করলেই এর ভিতরে আপনি পাবেন আরো বেশ কিছু অপশন যেমনঃ রিসিপ্ট প্রিন্ট করা, পিডিএফ রিসিপ্ট ডিজিটালি শেয়ার করা এবং যেকোনো হিসাব এডিট করা।

BN