How can we help?

হিসাবী মোবাইল টপ-আপ কি? কেন এবং কিভাবে ব্যবহার করবেন এই ফিচার?


মোবাইল টপ-আপঃ

হিসাবীতে রয়েছে টপ-আপ করে বাড়তি আয় করার সুবিধা। হিসাবী থেকে মোবাইল রিচার্জ করলে প্রতিটি রিচার্জেই পাবেন কমিশন, যা ব্যবহার করে আপনি বাড়তি আয় করতে পারেন সহজেই।এখন যেকোনো ব্যবসায়ী হিসাবীর মাধ্যমে মোবাইল রিচার্জ ব্যবসা শুরু করতে পারেন মাত্র একটি ক্লিকেই।


সুবিধা:

✅ রিচার্জের দোকানে না গিয়েই, যেকোনো জায়গায় বসে অ্যাপ থেকেই রিচার্জ করতে পারবেন।
✅ প্রতিটি রিচার্জেই পাবেন কমিশন।
✅ বান্ডেল অফার রিচার্জ করে পেতে পারেন অতিরিক্ত কমিশন।
✅ হিসাবী বিজনেস ম্যানেজার থেকেই বাড়তি আয়ের উৎস তৈরী করুন।


কিভাবে মোবাইল টপ-আপ ফিচারটি ব্যবহার করবেন?

  1. যেই নাম্বারে রিচার্জ করতে চান সেটি লিখুন এখানে।
  2. এখনে আপনার টপ-আপ এবং আয়ের হিসাব দেখতে পাবেন।
  1. আগের পেইজে আপনি যে নম্বরটি লিখেছেন তা দেখতে পাবেন।
  2. অপারেটর সিলেক্ট করুন।
  3. প্রিপেইড, পোস্টপেইড বা অন্য কোন নম্বরের ধরন সিলেক্ট করুন। তারপর 'এগিয়ে যান' বাটনে ক্লিক করুন।
  1. যদি কাস্টমার কোনো বান্ডেল প্যাক নিতে চায় তাহলে একটি অফার সিলেক্ট করুন৷ অন্যথায়, এই অংশটি এড়িয়ে যান।
  2. নিচে স্ক্রল করে এই বক্সে রিচার্জের পরিমাণ দিন।
  1. নম্বর, টাইপ এবং পরিমাণ চেক করে নিয়ে 'টপ-আপ করুন' বাটনে ক্লিক করুন।
  1. রিচার্জের পেমেন্ট এর জন্য বিকাশ, নগদ কিংবা অন্যান্য যেকোনো মাধ্যম সিলেক্ট করে ইন্সট্যান্ট কমিশন সহ রিচার্জ করুন।
BN