How can we help?

What is Dashboard? How and Why should you use it?


ড্যাশবোর্ডঃ

যেকোনো ব্যবসার প্রধান লক্ষ্য হচ্ছে বেশি উপার্জন করা এবং ব্যবসার ব্যয় হ্রাস করা, হিসাবী ড্যাশবোর্ড ব্যবহারকারীকে সাহায্য করে যেন তিনি তার ব্যবসাকে আরো ভালভাবে পরিচালনা করতে পারেন। হিসাবী ড্যাশবোর্ডটি বিজনেস ম্যানেজারের দেওয়া সমস্ত দরকারী ফিচারগুলোতে সহজে অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে এটি প্রতিদিনের মোট বিক্রির হিসাব এবং ডিজিটাল ব্যালেন্স এর একটি অটোমেটিক ওভারভিউ প্রদান করে।


সুবিধা:

✅ একই স্ক্রিনে সহজেই দেখা যাবে আজকের বিক্রি এবং ডিজিটাল ব্যালেন্স এর পরিমান।
✅একই স্ক্রিন থেকে সব ফিচারগুলো ব্যবহার করার সুবিধা।


কিভাবে ড্যাশবোর্ড ব্যবহার করবেন?

  1. ড্যাশবোর্ডের একদম উপরে দেখতে পাবেন আপনার দোকানের নাম ও আজকের দিন, তারিখ এবং সময়।
  2. দোকানের নামের ডান পাশে একটি নীল রঙের প্রশ্নবোধক আইকন দেখতে পাবেন, যেখানে ক্লিক করলেই ড্যাশবোর্ড কিভাবে ব্যবহার করতে হবে সম্পুর্ন বাংলায় তার একটি ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন।
  3. তারপর থাকবে আজকের বিক্রি, যেখানে আপনার প্রতিদিনের মোট বিক্রির পরিমান দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার সকল ট্রানজাকশন লিস্ট চলে আসবে।
  4. আজকের বিক্রি অংশটি বাম দিকে ড্র্যাগ করলেই দেখতে পাবেন আপনার মোট ডিজিটাল ব্যালেন্সের পরিমান। এখানে ক্লিক করলে আপনি ডিজিটাল ব্যালেন্সে থেকে টাকা রিচার্জ করতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন।
  5. এরপর নিচের সেকশনে ড্যাশবোর্ডের বাকিসব ফিচারগুলো ক্রমান্বয়ে সাজানো থাকবে।

BN